Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে আনন্দ শোভাযাত্রা

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : মধুখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। গতকাল শুক্রবার সকাল ৮টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যায়লয় মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি স্বাধীনতা মোড়ালে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আইন উদ্দিন কলেজ, আখচাষী মহিলা কলেজ, রইছননেছা বালিকা বিদ্যালয়, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ্ হাবিব মাদ্রাসা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলায় বঙ্গবন্ধু স্বাধীনতা মোড়ালে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ.লীগ এবং উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অধিদপ্তরের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ব্যান্ড পার্টিসহ বিশাল আনন্দ শোভাযাত্রা ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কাশেম দলু মিয়া, মো. শহিদুল ইসলাম, পিকু আহসান হাসিব, শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, ছাত্রী শারমিন শায়লা, ৯ম শ্রেণির ছাত্রী হৃদিকা রাহনুম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ