Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীশংকৈলে শিক্ষক সমাবেশ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও (রানীশংকৈল) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়ন, প্রধানমন্ত্রীর ভিশন’র লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিগ্রী কলেজ মাঠে জেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিরউদ্দীন খান আলমগীর এমপি। তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামগঞ্জে ৮৬ ভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সকল শিক্ষককের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে ঢাকায় শিক্ষকদের জন্য মেডিক্যাল কলেজ নির্মাণ করা হবে। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন-ঠাকুরগাঁও-৩ আসনের এমপি-অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ মুনছুর আলী, ইউএনও খন্দকার মোহাঃ নাহিদ হাসান, এএসপি আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র যুবলীগের সভাপতি আলমগীর সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ