Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে প্রকল্প পরিদর্শনে প্রধান বন সংরক্ষক

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী গতকাল শুক্রবার সরকারি এক সফরে কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (বিএফডিটিসি)’র ৩ কোটি ৪৯ লাখ টাকার কাজের প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন। তিনি বিভিন্ন রিফাইনিং কাজের ধরন, নিয়ম, কানুন এবং টেকসই কিনা তা সরজমিনে ঘুরে দেখেন এবং কাজ বাস্তবায়নকারী রাঙ্গামাটি গর্ণপূত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সঠিকভাবে কাজ করার জন্য বলা হয়। যদি কাজে কোন অনিয়ম হয় তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন এবং এফডিটিসির সকল অফিস কর্মকর্তা/কর্মচারীদের খোঁজ খবর নেন। এ সময় প্রধান বন সংরক্ষের সাথে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি সার্কেল প্রধান বন সংরক্ষক রফিকুল হাসান মুকুল, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) তৌফিকুল ইসলাম,উত্তর বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হারুন মজুমদার, ইউ এস এফ বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) শাহ মোজাম্মেল হক চৌধুরী, ঝুম নিয়ন্ত্রণ বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোঃ সুবেদার ইসলাম ও অ,ন,ম আব্দুল ওয়াদুদ (ডিএফও) ও কাপ্তাই পাল্প উড ভারপ্রাপ্ত ডিএফও জিএম রফিকুল ইসলাম ও কাপ্তাই রেঞ্জ সরিফুল আলম ও রগুনাথ ত্রিপুরা সহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ