Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের দেড় মাস পর উদ্ধার কলেজছাত্রী

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : চাঞ্চল্যকর কলেজ ছাত্রী সানজিদা আক্তার মিতু (১৬)-কে অপহরণের দেড় মাস পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার বড় হারজি থেকে উদ্ধার করেছে। সানজিদা মিতু উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জাকির শিকদাররের ছোট মেয়ে ও পার্শ্ববর্তী সিংখালী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। গতকাল শুক্রবার সকালে থানা পুলিশ কলেজ ছাত্রী মিতুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে। থানা সূত্রে জানা যায়, স্থানীয় বাঁশবুনিয়া গ্রামের জাকির শিকদার শাহীনের কলেজ পড়–য়া বড় মেয়ে তৌহিদা ইসলাম সেতুকে শৌলা গ্রামের ফিরোজ হাওলাদের বখাটে পুত্র জসিম বারবার প্রেম নিবেদন করে ব্যর্থ হয়। সম্প্রতি সেতুর অন্যত্র বিয়ে হলে ক্ষুব্ধ হয়ে গত ২ ফেব্রæয়ারি সকালে ছোট মেয়ে সানজিদা আক্তার মিতুকে কলেজ যাবার পথে বখাটে জসিম ও তার দলবল অপহরণ করেন। এ ঘটনায় ওই দিন কলেজছাত্রীর বাবা বাদী হয়ে জসিমসহ ১০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার ৩নং আসামি বাপ্পী জেল হাজতে থাকলেও বাখাটে জসিমসহ ৪ আসামি উচ্চ আদালতের জামিনে রয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম ওই কলেজছাত্রী উদ্ধার ও ডাক্তারী পরীক্ষার কথা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ