Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতের আঁধারে কোটি টাকার জুয়ার আসর

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : কোটিপতিদের কোটি টাকার জুয়া খেলার আসর চলছে পঞ্চগড়ের দেবীগঞ্জে। জানা যায়, কতিপয় অসাধু পুলিশের পরোক্ষ-প্রত্যক্ষ সহযোগিতায় বছরের পর বছর ধরে এই জুয়ার আসর চলে আসছে। দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের পূর্বে নদীর পাশে রাতের আঁধারে বসে এই জুয়ার আসর। সূত্র মতে, প্রতিরাত মোটা অংকের টাকার চুক্তিতে কতিপয় অসাধুু পুলিশের মদদে প্রতিদিন বসে জুয়ার আসরটি। প্রতিরাতে পুলিশ ছাড়া এক শ্রেণির জনপ্রতিনিধিকে ম্যানেজ করে চলে এই জুয়া। ঘুটঘটি বলে খ্যাত এই জুয়ায় নীলফামারী, ডোমার, খানসামা, পঞ্চগড়, বীরগঞ্জ, দিনাজপুর, গড়েয়া এমনকি ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম হতে জুয়ায় আসক্তরা এই আসরে আসে। এজন্য ১০/২০ জনের একটি দালাল চক্র রয়েছে। তারা কার্ড দিয়ে খেলোয়াড়দের নিয়ে যায় সেখানে। দেশের বড় বড় ব্যবসায়ী, টাকাওয়ালারা এখানে জুয়া খেলতে আসে। দেবীগঞ্জ উপজেলা দÐপাল ইউনিয়নের চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম জানান, আমার ইউনিয়ন সীমানায় খেলাটি বন্ধ করে দেয়ার পর এখন দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সীমানাবর্তী এলাকায় খেলা চলে। আমি আমার ইউনিয়নে খেলা বসতে দিবো না। জানা যায়, মনসুর নামে একজন পুলিশের পরিচয় দিয়ে দেবীগঞ্জ ওসির নামে টাকা নেয় প্রতি রাতে। এই মনুসরের নামে আগে ও অনেক অভিযোগ ছিলো পঞ্চগড়ে। পরে তিনি কুড়িগ্রাম যান। তার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতনরা অনেক কিছু জানেন বলে পুলিশের সূত্রে জানা গেছে। খেলাটির আয়োজক স্থানীয় চৌধুরী সহ কতিপয় ব্যক্তি বলে জানা গেছে। এ ব্যাপারে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তিনি বিষয়টি দেখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ