রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা সংবাদদাতা : ডাকাতির প্রস্তুতিকালে মাদারীপুরের শিবচরে হত্যাসহ ডাকাতি ও অস্ত্র মামলার আসামি শাহ আলমকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতের হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র, ও কালো রংয়ের কাপড়ের মুখোশ উদ্ধার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার ভোলাই শিকদারকান্দি গ্রামে ভদ্রাসন ফাঁড়ি পুলিশের আইসি নূরুল ইসলামের নেতৃর্ত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সেখানে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। ডাকাতের হামলায় ভদ্রাসন ফাঁড়ি পুলিশের এএসআই হাসান মিয়া গুরুতর আহত হন। এ সময় হত্যাসহ ডাকাতি ও অস্ত্র মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার শাহ আলমকে (৪৭) আটক করে পুলিশ। এ সময় পুলিশ রামদা, চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র, কালো রংয়ের কাপড়ের মুখোশ উদ্ধার করে। রাতেই আহত পুলিশ কর্মকর্তা হাসানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক ডাকাত সর্দার শাহ আলম শরিয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুর গ্রামের মৃত হোসেন মাদবরের ছেলে। সে ২০১৫ সালের ২৫ জানুয়ারী ভদ্রাসন এলাকায় এক বাড়িতে ডাকাতিকালে জাহাঙ্গীর হোসেন নামক এক জনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। শিবচরের ওসি জাকির হোসেন মোল্লা জানান, তার বিরুদ্ধে শিবচর থানায় হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে বলে জানা যায় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।