Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহী পাসপোর্ট অফিসে ৯ দালালের কারাদণ্ড

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত ৯ দালালকে আটকের পর কারাদণ্ড প্রদান করেছে। আজ রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকার তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে বেলা ১১টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে। দণ্ডিতরা হলেন- ফজর আলী, দুলাল হোসেন, আজিজুল ইসলাম, সাইদুল ইসলাম, মকসেদ আলী, পরশ, শহিদুল ইসলাম, রাজু এবং মাসুম বিল্লাহ। এরা নগরীর সপুরা, শালবাগান, ছোটবনগ্রাম, হেতেমখাঁ এলাকার বাসিন্দা। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে র‌্যাব-৫ এর মিডিয়া উইয়িং কর্মকর্তা এএসপি শ্যামল চৌধুরী জানান, দালাল চক্রের এসব সদস্য দীর্ঘদিন ধরেই পাসপোর্ট অফিসে আগত সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। পাসপোর্ট করে দেয়ার নামে অর্থও আদায় করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নিলে আদালত তাদের এ দণ্ডাদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ