Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে নোংরা পরিবেশ, অতিরিক্ত দাম নেয়ায় জরিমানা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ার অপরাধে নগরীর জামালখানে দাওয়াত রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা পরিমাণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এনায়েত বাজার ক্যাফে জুবিলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অপরিচ্ছন্ন ফ্রিজে মাছ-মাংসসহ খাদ্যদ্রব্য সংরক্ষণ, ১৫ টাকার মিনারেল ওয়াটার ২০ ও সেভেন আপের মূল্য নিচ্ছে ২৫ টাকা। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা-৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ফ্রিজ পরিষ্কার করা হয়। তিনি বলেন, ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী কোন ব্যক্তি আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্যের বেশি মূল্যে কোন পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এদিকে নোংরা ফ্রিজে পরোটার খামি আর কাঁচা মাংস, কাঁচা ও ভাজা মাছ এবং ময়লার মধ্যে মাংস ও সবজি কাটার অপরাধে ক্যাফে বুবিলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ