Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বনানী কবরস্থানে সমাহিত হবেন মিজারুল কায়েস

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ক‚টনৈতিক সংবাদদাতা : সাবেক পররাষ্ট্র সচিব এবং ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মরহুম মোহাম্মদ মিজারুল কায়েসের লাশ আগামী রোববার মধ্যরাতে ঢাকা আসছে। ওইদিন দিবাগত রাত একটার সময় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে আসবে লাশ।
পরদিন সোমবার সকাল সাড়ে ৮টায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার প্রথম নামাজে জানাজা। প্রথম জানাজার পর শ্রদ্ধা প্রদর্শনের জন্য মিজারুল কায়েসের লাশ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মিজারুল কায়েস গত ১১ মার্চ ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ