Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশেই তৈরি হবে স্মার্টফোন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশেই স্মার্টফোন, ট্যাব এবং ল্যাপটপ তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, দেশেই যেন স্বল্পমূল্যে আধুনিক এবং বিশ্বমানের ডিভাইজ তৈরি করতে পারি। আজ বোরবার সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে দুটি ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
পরে হাইটেক পার্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, শ্রীলংকার ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ই.ডাব্লিউ.আই.এস-এর চেয়ারম্যান সানজিওয়া এ উইক, সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালের ১৩ জুলাই ১২তম বিনিয়োগ বোর্ডের সভায় কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের জন্য ২৩২ একর জায়গা বরাদ্দ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ