বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ শহরের সোনালীপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে নুর আলম (১৮) নামে এক যুবককের পিটিয়ে হত্যা করেছে। নুর আলম আদর্শপাড়ার হারুন অর রশিদের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বৃহস্পতিবার সকালে সোনালীপাড়ার মসজিদের সামনের একটি নির্মাণাধীন ভবনে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুপুরে হাসপাতাল মর্গে নিহতর স্বজনরা লাশটি নুর আলমের বলে সনাক্ত করে। পুলিশের ধারণা বৃহস্পতিবার ভোরের দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। নিহত যুবকের বাবা হারুন অর রশিদ জানান, তার ছেলে নতুন হাটখোলা এলাকায় রাহাতের গ্যারেজে কাজ করতো। ৬ দিন ধরে বেকার ছিল। গত ১৫ দিন ধরে সে নিখোঁজ ছিলো। নুর আলমের বন্ধুরা তাকে হত্যা করতে পারে এমন সন্দেহ করেন তিনি। তবে মহল্লাবাসি বলছেন, জনাকীর্ণ আবাসিক এলাকায় কি ভাবে এমন হত্যাকাণ্ড ঘটলো তা তদন্ত করে দেখা উচিৎ। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রক্রিয়া চলছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।