Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিরণগঞ্জ সীমান্তে ৩ পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ২:৪২ পিএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ মাঠ এলাকার থেকে তিনটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে কিরণগঞ্জ বিওপির নায়েক সুবেদার আব্দুল মবিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত ১৭৭/৩ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালীগঞ্জ মাঠ এলাকার অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে একটি বিদেশী পিস্তল, তিনটি সুটারগান দুটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি ও মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও পনের রাউন্ড গুলিসহ বোগলাউড়ির একাবুলের ছেলে ইউসুফ আলী (২০) কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ