বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিএনপি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও আমেরিকার সম্পর্ক নিয়ে ভারত সফরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে রহস্যজনক বলে মনে করছে বিএনপি। গতকাল এক সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারত সফরে যাচ্ছেন- যান। এ নিয়ে তো আমরা কোনো কথা বলছি না। কিন্তু হঠাৎ করে তিনি বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এমন বক্তব্য কেন দিলেন? তাহলে নিশ্চয়ই এ বক্তব্যের নেপথ্যে কোনো রহস্য আছে! তিনি বলেন, শুধু তিনি (প্রধানমন্ত্রী) একা নন। তার দলের নেতারাও একই রকম বক্তব্য দিচ্ছেন। এ থেকেই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছেÑ আপনারা (সরকার) কিছু একটা করতে যাচ্ছেন। আর সেটাকে ঢাকা দেয়ার জন্যই এখন বিএনপি ও খালেদা জিয়াকে নিয়ে কথা বলছেন। আমীর খসরু বলেন, তাহলে পরবর্তীতে আপনারাও একই প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছেন। যদি এভাবে ক্ষমতায় আসা যায়, তাহলে দেশে ভোটের কোনো দরকার নেই এভাবে দেশকে ছোট করবেন না। জনগণের ভোটের কোনো প্রভাব নেই, তা আপনার কথায় প্রমাণিত হয়। তিনি বলেন, বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে নেয়া যাবে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। নির্বাচন কাঠামো শক্তিশালী না হলে দেশের জনগণ নির্বাচন হতে দেবে না, নির্বাচন হবে না। খসরু বলেন, গুম-খুনের মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে আর নির্বাচনে যেতে দেয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।