Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে র‌্যাব পরিচয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরের মোবাইল ফোন অপারেটর রবির এজেন্ট অফিস আরাফাত ট্রেডার্স থেকে র‌্যাব পরিচয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নুর আলম জানান, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ৬ জন নিজেদের ‘র‌্যাব’ সদস্য বলে পরিচয় দেয়। পরে তারা আমার প্রতিষ্ঠানে তল্লাশি শুরু করে। এসময় প্রতিষ্ঠানে থাকা ১ লাখ ৬৫ হাজার টাকা, বিকাশ অফিসের ৩টি মোবাইলসহ তাকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে ফুলবাড়ি উপজেলার মধ্যপাড়া সড়কে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।
নুর আলম বলেন, ‘তিনজনের গায়েই র‌্যাব লেখা জ্যাকেট ছিল। আমি ফিরে এসে দুপুরে বিষয়টি বি-রামপুর থানাকে অবহিত করেছি।’
বিরামপুর থানার উপ-পরিদর্শক সিদ্দিক হোসেন জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ