Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপতি ফজলুল হকের আবেদন খারিজ

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মামলা চলতে বাধা নেই -দুদকের আইনজীবী
স্টাফ রিপোর্টার : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিল চেয়ে তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুল হকের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আইনগত আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। গতকাল বুধবার বিচারপতি মো: শওকত হোসাইন ও বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। ফজলুল হকের পক্ষে হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।
পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে নি¤œ আদালতে এ মামলায় অভিযোগ গঠন করা হয়েছিল গত বছরের ১৪ নভেম্বর। মামলাটি বাতিল চেয়ে তিনি যে আবেদন করেছিলেন, শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে।
আদালত বলেছে, তিনি (ফজলুল হক) অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন কি না সেটা বিচারিক আদালতে বিচার চলার সময়ই নির্ণয় করা হবে। বিতর্কিত এ বিষয়টি দেখবে বিচারিক আদালত। এটা দেখার এখতিয়ার এ আদালতের নেই।
তিনি বলেন, দুদকের নোটিসের জবাবে বিচারপতি ফজলুল হক সম্পদের যে হিসাব বিবরণী দাখিল করেছিলেন, সেখানে প্রায় ৯৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার তথ্য পেয়ে এই মামলা করা হয়। তদন্তে দেখা যায়, ঘোষিত আয়ের বাইরে ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জন করেছেন। পরে এই দু’টি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারিক আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
জরুরি অবস্থার সময় ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় এই মামলা দায়ের করে দুদক। ২০১০ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট মামলার কার্যকারিতা স্থগিতের আদেশ দিলেও পরে আপিল বিভাগে স্থগিতাদেশ উঠে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ