বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে অস্ত্র, গুলি ও চেতনানাশক পাউডারসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। গ্রেফতারকৃতরা হলোÑ গোলাপগঞ্জ ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)। ডাকাতদের এই চক্র খাবারে চেতনানাশক মিশিয়ে বাসা-বাড়ির লোকদের অজ্ঞান করে ডাকাতি করত বলে জানিয়েছে পুলিশ। সিলেটের পুলিশ সুপার মো: মনিরুজ্জামান জানান, গত প্রায় এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে পরে গ্রিল কেটে ডাকাতির তিনটি ঘটনা ঘটে। এসব ঘটনায় বিষক্রিয়ায় মারা যান উপজেলার দাড়িপাতন এলাকার নাজমা খানম (৪০) ও ঘোষগাঁও এলাকার মুশফিকুর রহমান (৬৫)। বিষক্রিয়ায় আক্রান্ত হন অন্তত ১৪ জন। বিষয়টি অবগত হয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও চেতনানাশক পাউডার জব্দ করেছে পুলিশ। গেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মনিরুজ্জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।