Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কার দাবিতে পরিবহন ধর্মঘটের ৪দিন : অচল জকিগঞ্জ

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

জকিগঞ্জ উপজেলা সংবাদদাতা : জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কারের দাবিতে মালিক-শ্রমিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট চারদিন থেকে অব্যাহত রয়েছে। বুধবার ছিল ধর্মঘটের চতুর্থ দিন। টানা চারদিনের পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে জকিগঞ্জ উপজেলা। ব্যবসা বাণিজ্যে লোকসান দেখা দিয়েছে। জেলা শহর সিলেটের সাথে জকিগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জেলা শহর থেকে আমদানি হওয়া মালামালের দাম বেড়েছে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গত চারদিন থেকে দূরপাল্লার কোন যানবাহন জকিগঞ্জ থেকে ছেড়ে যায়নি। ফলে শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সকল মানুষই সময় মত তার গন্তব্যে যেতে পারছেন না। ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে পরিবহন না পেয়ে পায়ে হেটে লোকজন গন্তব্যে পৌঁছতে হচ্ছে। জকিগঞ্জ শুল্ক স্টেশনের মালবোঝাই ট্রাকও যাওয়া আসা বন্ধ রয়েছে। আমদানি-রফতানি ব্যবসায় প্রভাব পড়েছে পরিবহন ধর্মঘটের।
সড়ক সংস্কারের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সমর্থন জানিয়েছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদসহ যাত্রীরা। ইতোমধ্যে ধর্মঘট প্রত্যাহার করাতে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে একটি বৈঠক করলেও সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবেনা বলে পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে জকিগঞ্জ-সিলেট সড়কে জোড়াতালির কাজ শুরু হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ কাজ পরিদর্শন করে সন্তুষ্ট হননি বলে জানাগেছে। ফলে ধর্মঘট অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন শ্রমিকরা। পরিবহন শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ সামছুল হক মানিক জানান, সড়কে ভালো করে সংস্কার কাজ না হওয়া পর্যন্ত আমাদের পরিবহন ধর্মঘট চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ