প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বাংলাদেশে হলিউডের একটি সিনেমার কিছু অংশের শূটিং হয়েছে। গত ১২ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী রেলস্টেশনে এ সিনেমার অংশ বিশেষের শূটিং হয়। সিনেমাটির নাম জানা যায়নি, তবে এর প্রেক্ষাপট জানা গেছে। ১৯৪৭ সালে লক্ষ্মীপুর জেলার মান্দারী নামক এলাকায় হিন্দু-মুসলমাদের মধ্যে দাঙ্গা হয়। এই এলাকার স্থানীয় এক ব্যক্তি মোজাফফার বিনিতা ভৌমিক রায় নামে এক হিন্দু মহিলাকে চৌমুহনী রেলওয়ে স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেন। বিনিতা কলকাতা যান। কিন্তু তিনি ট্রেন থেকে কলকাতা না নেমে লন্ডনে পাড়ি জমান। সেখানে পড়ালেখা করে ডাক্তারি পাস করেন। খ্যাতনামা চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন। আর তার জীবন কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। চৌমুহনী রেলস্টেশনের মাস্টার আসাদুজ্জামান শূটিং হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।