Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে নির্যাতন করে গৃহবধূকে হত্যা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে মিনারা আকতার (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে চরপাড়া এলাকায় আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে একঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন এলাকাবাসী।
ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় স্বামী মুহিবুল আরেফিন সাকিব (২০), শাশুড়ি মাহমদু আকতার ও শ্বশুর আক্কাস আলীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
হাসপাতাল ও পরিবারের লোকজন জানায়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঐ গৃহবধূকে রেখে যায় কয়েকজন লোক। এরপর রাত দেড়টার দিকে বিষয়টি জানতে পারে মেয়েটির পরিবার। একপর্যায়ে গৃহবধূ মারা যান।
মেয়েটির মা আমেনা বেগম অভিযোগ করেন, গত বছর ২৫ মে এসিড দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে মিনারাকে বিয়ে করেছিলেন সাকিব। তাঁর মেয়ে চলতি বছর ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা পাস করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ