Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরের নেশাখোর ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা নিজের গায়ে আগুন দেয়ার চারদিন পর গতকাল বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন। জানা যায়, শহরের বাঁশবাড়ি সাদরা লেনের বাসিন্দা ঘড়ি মেকার আকতারের স্ত্রী আয়শা চান্দা (৩৮) নেশাখোর ছেলে সমীরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত চারদিন আগে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, নিহত আয়শা চান্দা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড সদস্য ছিলেন এবং পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করে হেরে যান।
ভারতীয় লবণসহ আটক ২
সৈয়দপুরে গতকাল বুধবার সকালে ভারতীয় লবণসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে জিআরপি থানা পুলিশ। সৈয়দপুর-খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এসব লবণ আটক করা হয়। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেনটি সকালে স্টেশনে পৌঁছলে জিআরপি থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় লবণ উদ্ধার করেন। এ সময় ১৭৭ প্যাকেট লবণসহ দুইজন ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো শহরের বাঁশবাড়ি এলাকার মৃত সেলিমের পুত্র সাঈদ (৪৫) ও নয়াবাজারের মৃত পীর মোহাম্মদের পুত্র মনির হোসেন (৪০)। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে লুৎফর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় লবণের মূল্য প্রায় ৭ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ