Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্লীলতাহানির প্রতিবাদ করায় হামলা গুলিবিদ্ধসহ আহত ৪

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীতে শ্লীলতাহানির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় ১ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর গাবতল এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর গাবতল এলাকায় একদল বখাটে যুবক প্রায় সময় স্কুল ছুটির পর ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। একইভাবে গত ১৪ মার্চ বিকেলে উত্ত্যক্ত করলে এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে। এ নিয়ে প্রতিবাদকারীদের সাথে বখাটে সন্ত্রাসীদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মারামারিসহ গোলাগুলির ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের হামলায় আহত হয় চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর দুদু মিয়া সওদাগরের বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে মো: মোজাহের (৪৬), মৌলভীর বাড়ির এনায়েত উল্লাহর ছেলে ইমতিয়াছ (২১), ইউনুছ ড্রাইভারের বাড়ির আবদুল মন্নানের ছেলে আজাদ হোসেন (২২) ও পূর্ব কধুরখীল কালা মিয়া মুন্সির বাড়ির শফিকুল আলমের ছেলে হাসানুল আলম (২২)। এ ঘটনায় আহত হাসানুল আলম সাংবাদিকদের জানান, ৪/৫ জন বখাটে প্রায় সময় বটতল এলাকায় স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের উত্ত্যক্ত করত। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে নিষেধও করা হয়। গত ১৪ মার্চ বিকালে বখাটেদের বাড়িতে গিয়ে অভিভাবকদের জানানোর খবরে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাচার নেতৃত্বে ১৫/২০ জন ইভটিজার বাহিনী কিরিচ, লোহার রড ও আগ্নেয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় সন্ত্রাসী সাজ্জাদ হোসেন বাচা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমি বাগিছায় লাফ দিয়ে পড়ে যায়। কিন্তু এ গুলি মোজাহের এর বাম পায়ে লেগে মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামশুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি সন্ত্রাসী মহল ও কিছু বখাটে চরণদ্বীপ ইউনিয়নকে অশান্ত করার চক্রান্ত্রে লিপ্ত রয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে এ ধরনের কোন অভিযোগ এখনো পায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ