Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়বড়ে বেইলি সেতু দিয়ে ঝুঁকিতে যান চলাচল, ঘটছে দুর্ঘটনা

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

জাহেদুল হক, আনোয়ারা (চট্টগ্রাম) থেকে : একটি নয় দুটি নয় গোনা অর্ধশতের বেশি জোড়াতালি নিয়ে সেতু পার হচ্ছে যানবাহন। সেতুটির বেশিরভাগ স্টিলের পাটাতন উঠে গেছে। আবার অনেক পাটাতন বেঁকে গেছে। খুলে গেছে জয়েন্টের নাট-বল্টু। সরেজমিন চট্টগ্রামের আনোয়ারার পূর্ব বরৈয়া সাপমারা খালের ওপর নির্মিত আন্নর আলী সিকদার বেইলি সেতুতে গিয়ে দেখা গেছে এমন ভয়াবহ দৃশ্য। জানা গেছে, ২০০৪ সালে উপজেলার বটতলী ও রায়পুর ইউনিয়নের মধ্যবর্তী আবদুচ ছমদ শাহ সড়কে জাপান-বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত হয় সেতুটি। এই সেতু পার হয়ে রায়পুর ইউনিয়নের বাসিন্দারা বটতলী রুস্তমহাট, উপজেলা সদর ও চট্টগ্রাম শহরের সঙ্গে যোগাযোগ রাখেন। এছাড়া সমুদ্র থেকে আহরণ করা মাছ পরিবহনেও ব্যবসায়ীরা এই পথ ব্যবহার করেন। কিন্তু ধারণক্ষমতার অধিক ভারি যান চলাচলের কারণে সেতুটি এখন ঝুঁকিপূর্ণ। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এখন সেতুতে ভারি যানবাহন চলছে না। যার ফলে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, ইতোমধ্যে বহুবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। ভারি যানবাহন উঠলেই সেতুটি কাঁপতে শুরু করে। পারাপারের সময় চালকসহ যাত্রীদের ভয়ে-আতঙ্কে থাকতে হয়। তাছাড়া সেতুটি সরু ও উঁচু হওয়ায় একসঙ্গে একাধিক যানবাহনও চলতে পারে না। একটি যান পার হলে অন্য আরেকটির অপেক্ষায় থাকতে হয়। আন্নর আলী সিকদার হাটের অটোরিকশা চালক মোহাম্মদ ইব্রাহিম জানান, যানবাহনের চাকার ঘর্ষণে সেতুটির অনেক পাটাতন পিচ্ছিল হয়ে গেছে। এছাড়া প্রায় সময় জোড়াতালি ছুটে পাটাতন ওঠে যাচ্ছে। যার কারণে সেতু পার হওয়ার সময় মারাত্মক আতঙ্কের মধ্যে থাকতে হয়। তিনি আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, এই সেতুতে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। পূর্ব বরৈয়া গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন নাসির বলেন, সেতু তৈরির পর থেকে পাটাতন পরিবর্তন এবং খুলে যাওয়া নাট-বল্টু সংযোজন না করায় ঝুঁকির মাত্রা বেড়েছে। স্থানীয়রা চাঁদা তুলে পাটাতনে জোড়াতালি দিলেও তা উল্টো প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানতে চাইলে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম বলেন, দীর্ঘদিন মেরামত না করায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এ কারণে আপাতত ভারি যান চলাচল বন্ধ আছে। এব্যাপারে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান ইনকিলাবকে জানান, সেতুটির সংস্কারের ব্যাপারে ঊর্ধŸতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ