Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে মিড-ডে মিল চালু

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কোন দরিদ্র মা-বাবার সন্তান বা শিশু শিক্ষার্থী দুপুরের খাবারের জন্য ক্লান্ত বা পড়া-লেখায় মনোযোগ হারিয়ে না ফেলে বা ঝরে না পড়ে তার জন্য উপজেলার সোমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল (দুপুরের খাবার) চালু করা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাসলিমা মোস্তারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজহার আলী, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ