Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ যুবলীগ নেতার ২ সহযোগী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে যুবলীগ নেতার মাদক বিক্রির আখড়ায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম সিকদারের দুই সহযোগিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জিএস সেলিম সিকদার ও তার অপর এক সহযোগী বাওয়ার কুমারজানী গ্রামের মৃত কামাল ফকিরের ছেলে আকবর আলী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার রাতে এ তথ্য জানান মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাহিদ (৩৫) ও গোড়াই ইউনিয়নের কলিমাজানী গ্রামের আব্দুস সামাদের ছেলে রুবেল মিয়া (২৬)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রির অভিযোগে উপজেলা যুবলীগের আহŸায়ক জিএস সেলিম সিকদারসহ চার জনের নামে মামলা হয়েছে। সেলিম সিকদার সখিপুর উপজেলার হতিয়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। বর্তমানে পরিবারসহ পৌর সদরের বাওয়ার রোড বসবাস করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী জানান, উপজেলা যুবলীগের আহŸায়ক সেলিম সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে পুলিশ সদরের বাওয়ার রোড এলাকায় অভিযান চালালে জিএস সেলিমসহ অপর একজন পালিয়ে যায়। এ সময় নাহিদ ও রুবেলকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেফতা দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন মামলার কথা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়া হয়েছে। যতবড় নেতাই হোক মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ