Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা খবির হত্যা মামলায় তিনজনের ফাঁসি

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ৩:১৩ পিএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় খবির উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে আরো ৫ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

আজ বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন সালাম শেখ (২২) জামেল মণ্ডল (৩০) ও হামিদ মালিথা (৩৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা খবির উদ্দিন ক্ষেতে পানি সেচ জন্য বাড়ির বাইরে বের হন। পরে ভোরবেলা স্থানীয়রা বৈদ্যুতিক মটরের পাশ তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওইদিন নিহতের স্ত্রী উরজিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশের তদন্তে হত্যার সাথে জড়িতদের নাম বের হয়ে আসলে সালাম শেখ, জামেল মণ্ডল ও হামিদ মালিথার নাম উল্লেখ করে পুনরায় আরেকটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ