Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগমারায় জেএমবি ক্যাডার গ্রেফতার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ২:৪১ পিএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাগমারা উপজেলায় তালিকাভুক্ত জেএমবি ক্যাডার আবদুর রাজ্জাককে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জুগিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবদুর রাজ্জাক ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তাকে এখন বাগমারা থানায়ই রাখা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এই তথ্য জানান।

ওসি বলেন, আবদুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য। জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জেএমবি সদস্য আবদুর রাজ্জাকের নামে বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ওই মামলায় তাকে দুপুরের মধ্যেই আদালতে পাঠানো হবে বলেও জানান বাগমারা থানার ওসি।

এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ