Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুড়িয়ে হত্যার অভিযোগে শ্বশুর আটক

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূ নপুর বেগম (২২)-কে হত্যা করে পোড়ানো হয়েছে বা পুড়িয়ে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তার শ্বশুর অলিয়ার শেখ (৫৫)-কে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৪টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে নুপুর বেগমের স্বামী সোলায়মান শেখ (৩০) পলাতক রয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঘষিয়াখালী গ্রামের অলিয়ার শেখের বাড়ি থেকে তার পুত্রবধূ নুপুর বেগমের আংশিক পোড়া লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ পোস্টমর্টেম করাতে গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নুপুর বেগমের পিতা উত্তর ফুলহাতা গ্রামের নাসির উদ্দিন জোমাদ্দার বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যা করেছে। পরে ওই ঘটনা আড়াল করতে নুপুরের মুখমÐল আগুনে পুড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে ফিরে থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস বলেন, ঘটনাটি সন্দেহজনক। তাই নুপুরের শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, আপাতত জিডিমূলে লাশের পোস্টমর্টেম করা হয়েচ্ছে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ