Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদ সম্মেলনে জমি দখল চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে ভ‚মি জালিয়াতি চক্রের জ্বালায় অতিষ্ঠ এক আইনজীবী পরিবার। ওই জালিয়াতি চক্র বারবার দলিল জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লেও থেমে নেই তাদের কর্মকান্ড। আইনগত সব ধরনের লড়াইয়ে পরাজিত হয়ে এখন তারা পেশি শক্তিকে কাজে লাগিয়ে জমি দখল ও সম্পদ লুটপাট করছে। গতকাল মঙ্গলবার রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন প্রবীণ আইনজীবী এমদাদুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্ত্রী তিনটি দলিলমূলে ক্রয়সূত্রে নগরীর আলিগঞ্জ মৌজায় ১২ দশমিক ৪০ একর জমির মালিক। কিন্তু মৃত খলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর সেলিম সেই জমিকে নিজের পৈতৃক দাবি করে সহকারী জজ আদালতে মামলা করেন এবং পরাজিত হন। কেননা তার বাবা জীবিত থাকা অবস্থায় স্থানীয়দের কাছে জমি বিক্রয় করে নিঃস্বত্ব হয়ে গেছেন। এরপর সেলিম ফৌজদারি আদালতে মামলা করেও পরাজিত হন। সর্বশেষ তিনি ১৫৫৪/৮০ নম্বর একটি জাল দলিল তৈরি করেছেন। যেখানে দাতা হিসেবে তার মৃত চাচা এবং গ্রহীতা হিসেবে মৃত বাবার নাম উল্লেখ আছে। তার এই জালিয়াতির বিরুদ্ধে এমদাদুর রহমান রাজপাড়া থানায় ফৌজদারি মামলা দায়ের করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যেই সেই মামলায় চার্জশিট দাখিল করেছে। ডকুমেন্টারি প্রমাণ থাকায় সেই মামলায় সেলিমের অবশ্যই সাজা হবে বলেও এমদাদুর রহমান দাবি করেন। আরো অভিযোগ করা হয়, আইনগত সব ধরনের লড়াইয়ে পরাজিত হয়ে সেলিম এখন ভিন্ন কৌশল অবলম্বন করেছেন। তিনি নিজে না গিয়ে ‘মাস্তান’ পাঠিয়ে জমি দখলের চেষ্টা করছেন। ওই জমির উপর অবস্থিত পুকুরের মাছ লুট করাচ্ছেন, গাছ থেকে ফল পেড়ে নিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না তিনি সরকার দলীয় এক নেতার আত্মীয় হওয়ায়। সংবাদ সম্মেলন মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে করে এর বিচার দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ