Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচয় না মেলায় জট খুলছে না হত্যা রহস্যের

সীতাকুন্ডে যুবক-যুবতীর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ডের ভাটিয়ারী গলফ ক্লাব সংলগ্ন লেকে দুই যুবক-যুবতী হত্যার ঘটনা ক্রমশ চাপা পড়ে যাচ্ছে। এসব ঘটনার প্রায় এক সপ্তাহ পরও নিহত দু’জনের মধ্যে একজনেরও পরিচয় জানা সম্ভব না হওয়ায় হত্যা রহস্যের জট খুলছে না। অবশ্য পুলিশ তাদের পরিচয় উদঘাটনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ সকালে সীতাকুÐের ভাটিয়ারী মিলিটারি একাডেমির গলফ ক্লাব সংলগ্ন লেকের পানিতে এক যুবতীর (২৮) লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ফর্সা মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন দেখে তাকে হত্যার বিষয়ে পুলিশ নিশ্চিত হলেও তার পরিচয় না পাওয়ায় ঘটনার নেপথ্য কারণ বের করা সম্ভব হয়নি। এদিকে এ হত্যাকাÐের রহস্য উদঘাটনের আগেই গত ৯ মার্চ একই স্থান অর্থাৎ ভাটিয়ারী গলফ ক্লাবের লেক থেকে বস্তাবন্দি অপর এক যুবকের লাশ পাওয়া যায়। লাশটি ছিলো পচা ও গলিত। যা দেখে পুলিশ ধারণা করছে যুবক-যুবতী দু’জনকেই হয়ত একই সময়ে হত্যা করে লাশ ফেলে দেয়া হয়েছিলো। তার বয়স আনুমানিক ৩০/৩২ হলেও পরিচয় না পাওয়ায় একই স্থানে প্রায় একই সময়ে হত্যার স্বীকার এ দুই যুবক-যুবতীর মধ্যে সম্পর্ক কি? কিংবা আদৌ কোন সম্পর্ক আছে কিনা তা বুঝে উঠতে পারছে না পুলিশ কিংবা সিআইডিও। তবে উদ্ধারকৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর প্রমাণ পাওয়া গেছে। এ কারণে এ ক্ষেত্রেও হত্যা মামলা দায়ের করে লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এদিকে লেক থেকে লাশ দুটি পৃথক পৃথক সময়ে উদ্ধার হলেও লাশের অবস্থা দেখে তাদের প্রায় একই সময়ে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুÐ থানার এসআই মোঃ সাইফুল্লা প্রতিবেদককে বলেন, দুটি ঘটনা একসাথে ঘটেছে কিনা কিংবা খুনের স্বীকার যুবক-যুবতীর মধ্যে কোন সম্পর্ক আছে কিনা তা জানতে হলে প্রথমেই তাদের পরিচয় জানা জরুরি। আমি ঘটনার তদন্ত শুরু করেই নিহত দু’জনের হাতের ছাপ সংগ্রহ করেছি। তাদের ডিএনএ টেস্ট করানো হয়েছে। লাশের ছবি সকল থানায় পাঠানো হয়েছে। এলাকায় এলাকায় চৌকিদার দফাদারদের ছবি দিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। যে কোন মূল্যে এ দুজনের পরিচয় বের করতে পারলে ঘটনার নেপথ্য কারণও বের করা সহজ হবে। প্রায় একই কথা বলেন, সীতাকুÐ থানার ওসি মোঃ ইফতেখার হাসানও। তিনি প্রতিবেদককে বলেন, প্রথমে যেখানে মেয়েটির লাশ ভেসে উঠে ঠিক তার থেকে দেড়শ’-দুইশ’ গজ পশ্চিম দিকে ভেসে উঠে বস্তাবন্দি যুবকের লাশ। দুটি ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মেয়েটির লাশ কিছুটা বিকৃত আর যুবকটির দেহ পচে গলে গেছে। এখনো কারো পরিচয়ই পাওয়া যায়নি। আমরা পরিচয় পেতে কাজ করে যাচ্ছি। সব থানায় খবর পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ