রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, বিভিন্ন সেক্টরে সরকারি অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি) বিয়য়ে উপজেলা রেস্ট হাউজ কক্ষে সহকারী তথ্য অফিসার মোঃ হারুনের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। তথ্য কর্মকর্তা বলেন, সরকারের দেয়া সকল উন্নয়ন, তথ্য সেবা আমরা জনগণের মধ্যে পৌঁছে দিয়ে থাকি। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। তিনি বলেন, সরকার দেশের সকল উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচার কার্যক্রম চালু রয়েছে। তিনি বলেন, আগামি ১৬ মার্চ এ উপলক্ষে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে সরকারের পক্ষ হতে আলোচনা সভা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।