বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় রশিদ শেখ (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকায় গাড়ির চাপায় আহত হন তিনি। পরে সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।
নিহত রশিদ শেখ নওগাঁ জেলার আত্রাই উপজেলার ফুলবাড়িয়া এলাকার মৃত মনছুর শেখের ছেলে।
নিহত ব্যক্তির ছোট ভাই লুৎফর শেখ জানান, তার বড় ভাই রশিদ একজন কৃষি শ্রমিক। তিনি মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় কৃষি কাজ করতেন। সকালে রশিদসহ কয়েকজন শ্রমিক কাজের জন্য মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজার এলাকায় যান। এসময় ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে সকাল ৯টার দিকে মারা যান তিনি।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।