Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:৪৮ পিএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার সাগরদিঘীতে পল্টন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম ইদ্রিস আলী। তিনি ইন্দ্রিরা বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায় , সকালে শিক্ষক ইদ্রিছ আলী ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার সময় সাগরদিঘী-সখিপুর সড়কের পল্টন পাড় নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ