রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবনের জলদস্যুদের অন্যতম জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ চারজনকে আটক করেছে খুলনা র্যাব-৬ এর একটি দল। গতকাল ভোরে বনের কাঠেশ্বর এলাকায় বন্দুকযুদ্ধের পর তাদের আটক করা হয়। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। আটককৃতরা হলোÑ সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া (৩৭), তার বাহিনী সদস্য মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৪) ও ইউনুচ আলী পচা (২৫)। জিয়া, মিন্টু ও মাসুম বিল্লাহর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে। আর ইউনুচ আলী পচার বাড়ি একই উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে। খুলনা র্যাব-৬ এর লবণচরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল কবীর (এল), বিএন এ প্রতিনিধিকে জানান, সোমবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর ফরেস্ট ক্যাম্প এলাকায় র্যাব অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১ এর একটি চৌকস দল ভোর ৬টা ১৫ মিনিটে লে. এ এম এম জাহিদুল কবীর ও এএসপি মো: বজলুর রশীদের নেতৃত্বে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কাঠেশ্বর ফরেস্ট ক্যাম্পের সামনে কাঠেশ্বর খালের পশ্চিম পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া, মিন্টু গাজী, মাসুম বিল্লাহ, ইউনুচ আলী পচাসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশী তৈরি একনলা আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান), দু’টি দেশীয় তৈরি একনলা পাইপগান, ১৯ পিস বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, অভিযানের সময় আরো ৭-৮ জন অজ্ঞাত জলদস্যু গভীর সুন্দরবনে পালিয়ে যায়। তিনি বলেন, সুন্দরবন এলাকা হতে জলদস্যু গ্রেফতার ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারপূর্বক তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং এ ধরনের গ্রেফতার অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।