Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: এহতেশাম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আ’লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো: হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মো: আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মো: নাসিম হাবিব, ফুলবাড়ীস্থ ২৯ বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার আব্দুল মোতালেব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মাহতাবুর রহমান (ভারপ্রাপ্ত), নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা মোছা: ফাহমিদা ইসলাম, সহকারী মৎস্য অফিসার খগেন্দ্রনাথ রায়, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হারুন-উর রশীদ ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি কমল চন্দ্র প্রমুখ। সভায় মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় আখ ও ভুট্টা চাষ না করার বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের নির্মূলে সমাজের সকল শ্রেণী-পেশার লোকজনকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ