রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: এহতেশাম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আ’লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো: হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মো: আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মো: নাসিম হাবিব, ফুলবাড়ীস্থ ২৯ বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার আব্দুল মোতালেব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মাহতাবুর রহমান (ভারপ্রাপ্ত), নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা মোছা: ফাহমিদা ইসলাম, সহকারী মৎস্য অফিসার খগেন্দ্রনাথ রায়, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হারুন-উর রশীদ ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি কমল চন্দ্র প্রমুখ। সভায় মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় আখ ও ভুট্টা চাষ না করার বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের নির্মূলে সমাজের সকল শ্রেণী-পেশার লোকজনকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।