রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এম এ বারী, ভোলা থেকে : ভোলার মনপুরা উপক‚লে গত চার দিন ধরে টানা বৃষ্টিতে প্রায় সাড়ে চার হাজার হেক্টর রবিশস্যের ফসলের ক্ষতি হয়। ধারদেনা ও ঋণ নিয়ে কৃষক জমিতে রবিশস্যের চাষ করে কিন্তু অসময়ের বৃষ্টিতে রবিশস্যের ফসল বৃষ্টির পানিতে ডুবে ক্ষতি হওয়ায় দিশাহারা হয়ে পড়েছে উপক‚লের হাজারো কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে মুগ, মরিচ ৬৫০ হেক্টর, ফেলন ডাল ১২০ হেক্টর, তিল ১২ হেক্টর, সয়াবিন ১০ হেক্টর, ভুট্টা ২০ হেক্টর জমিতে চাষাবাদ করে কৃষক। কিন্তু বৃষ্টির পানিতে সাড়ে চার হাজার হেক্টর রবিশস্যের ক্ষতি হয়। এর মধ্যে ৪ হাজার হেক্টর মুগ, ৩২৫ হেক্টর মরিচ, ফেলন ডাল ৬০ হেক্টর, তিল ৬ হেক্টর, সয়াবিন ৫ হেক্টর, ভূট্টা ১০ হেক্টর রবিশস্যের ক্ষতি হয় বলে কৃষি অফিস সূত্রে জানা যায়। তবে কৃষকরা জানান, বৃষ্টির পানিতে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়। ধারদেনা করে জমিতে রবিশস্যের চাষ করে কিন্তু ফলস নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে ধারদেনা পরিশোধ করবেন চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন তারা। উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক গিয়াস উদ্দিন জানান, ধারদেনা করে ১ হেক্টর জমিতে মুগ ডালের চাষ করি। কিন্তু গত চার দিনের বৃষ্টিতে মুগের ফসলের ক্ষেত পানিতে ডুবে যায়। এতে তার ফসল পুরোপুরি ক্ষতি হয়। তিনি আরও জানান, ১ হেক্টর মুগ চাষ করতে বীজ, সার নিড়ানিসহ প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। এখন ধারদেনা করা টাকা কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। একই কথা বলেন উত্তর সাকুচিয়া ইউনিয়নের রবিশস্যের চাষাবাদ করা অন্য কৃষকরা। চরফৈজুদ্দিনের কৃষক হাফেজ জানান, ১ হেক্টর জমিতে ২০ হাজার টাকা খরচ করে মরিচের চাষ করেন। কিন্তু বৃষ্টিতে তার মরিচ ক্ষেতের ফসল সম্পূর্ণরূপে ক্ষতি হয়। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপীনাথ দাস জানান, অসময়ের বৃষ্টিতে উপজেলার প্রায় সাড়ে চার হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়। রবিশস্যের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। সরকারি সাহায্য পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।