Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে আ.লীগের বর্ধিত সভা

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা গতকাল সোমবার কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল হামিদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম ভ‚ইয়া, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন ভ‚ইয়া, মো: আমিনুল ইসলাম শাহান, মোছলেম উদ্দিন ফকির, মুশফিকুর রহমান, নাজিবুল্লাহ লিটন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বর্ধিত সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি, জামায়াতের দেশবিরোধী কার্যকলাপ সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহŸান জানান। সভায় বক্তারা নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা না শুনে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম নেতৃত্বে একত্রিত থাকার আহŸান জানান। বর্ধিত সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: জসিম উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ