Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই ইউপিতে বিএনপির একক প্রার্থী ৪টিতে একাধিক

মির্জাপুরের ৬ ইউনিয়নে নির্বাচন

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুইটিতে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী থাকলে চারটিতে রয়েছে একাধিক প্রার্থী। একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের মতামত গুরুত্ব দিয়ে প্রার্থী চ‚ড়ান্ত করা বলে দলীয় সূত্রে জানা গেছে। গত ৮ মার্চ নির্বাচন কমিশন উপজেলার ৬ ইউনিয়নের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মার্চ মনোনয়ন জমা, ২১ মার্চ বাছাই, ২৮ মার্চ প্রত্যাহার, ২৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১৬ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিলে মির্জাপুর উপজেলার বহুরিয়া, লতিফপুর, আজগান, তরফপুর, ফতেপুর ও ভাওড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, ভাওড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান সাঈদ ও বহুরিয়া ইউনিয়নে গত নির্বাচনে বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস ছামাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। অন্য চার ইউনিয়নের মধ্যে ফতেপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমির হোসেন লেবু, ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মৃধা সহিদুর রহমান পাষান ও ইউনিয়ন বিএনপি নেতা হাজী আব্দুর রউফ দলের মনোনয়ন পেতে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। তরফপুর ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজ রেজা ও উপজেলা যুবদল সদস্য সাঈদ আনোয়ার মনোনয়ন দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন কয়েক বছর আগে থেকেই। লতিফপুর ইউনিয়নে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন ও ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। এছাড়া আজগানা ইউনিয়নে বিএনপি নেতা আবুল হোসেন কনক ভেন্ডার ও সাবেক ছাত্রদল ও বর্তমান উপজেলা যুবদল নেতা জাকির হোসেন দলের মনোনয়ন পেতে নানা কৌশলে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে কথা হলে দুই ইউনিয়নে প্রার্থী চ‚ড়ান্ত হলেও অন্য চার ইউনিয়নের তৃর্নমূল নেতাকর্মীদের মতামত গুরুত্ব দিয়ে একক প্রার্থী বাছাই করা হবে বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ