Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিলারের কাছে গিয়েও চাল পায়নি কার্ডধারীরা

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কেন্দুয়া (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা : ডিলারের দোকানে গিয়েও চাল পায়নি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দারিদ্র বান্ধব কর্মসূচির দুই শতাধিক কার্ডধারী। নওপাড়া বাজারের ডিলার রিজোয়ান এন্টারপ্রাইজের আওতাধীন কার্ডধারীরা গত রোববার চাল নিতে এসে না পেয়ে ফিরেছেন খালি হাতে। অথচ পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ টাকা কেজির চাল নিতে নওপাড়া বাজারে ডিলারের দোকানে হাজির হয়েছিলেন তারা। হাজির কার্ডধারীদের অভিযোগ সংশ্লিষ্ট ডিলার চালের পরিবর্তে তাদের ৪শ’ টাকা করে নেওয়ার প্রস্তাব করেন। প্রস্তাবে রাজি না হওয়ায় অজুহাত তুলে তাদের ফেরত দেওয়া হয়েছে। চাল না দেয়ার কথা স্বীকার করে যুবলীগ নেতা ডিলার তারিকুল ইসলাম তারেক জানান, ট্যাগ অফিসার না আসায় কাউকেই চাল দেয়া হয়নি। চালের পরিবর্তে যে কজন ৪শ’ টাকা করে নিয়েছেন তারা স্বেচ্ছায় চাল বিক্রি করে দিয়েছেন। তবে চাল কিনে রাখার বিষয়টি ট্যাগ অফিসার জানেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, না জানেন না। এদিকে, চাল নিতে আসা কোনাপাড়া গ্রামের কার্ডধারী আবেদা আক্তার ও আ: করিম জানান, ৮নং ওয়ার্ডের মেম্বার হাবিবুল্লাহ আমাদেরসহ আরো অনেকের কার্ড একবার চাল উত্তোলনের পর নিয়ে যায় এবং কার্ডগুলোতে জাল টিপসই দিয়ে দুইবার চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে দেন তিনি। কার্ডগুলো পরবর্তীতে ফেরত পেয়ে তারা এ জালিয়াতির বিষয়টি জেনে সোচ্চার হওয়ায় তাদেরকে ওই মেম্বার হুমকি দিয়ে যাচ্ছে। এরই জেরে রোববার কর্মসূচির চাল আনতে গেলে চালের বদলে প্রত্যেককে ৪শ’ টাকা দিতে চাইলে চালের পরিবর্তে টাকা না নিয়ে বাড়ি ফেরেন তারা। ভুক্তভোগী কার্ডধারীরা এ বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলামকে অবগত করেছেন বলে জানা গেছে। তবে ইউএনও এ ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন তা জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ