রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুক্তাগাছা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : মুক্তগাাছা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ ইছাহাক আলী সরকারের ওপর অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। গত রোববার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে তারা এ আহŸান জানান। এ সময় লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন। উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদুল ইসলাম শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, মানকোন ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম, ঘোগা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু, বাঁশাটির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, খেরুয়াজানীর চেয়ারম্যান মাজাহারুল ইসলাম, মোখলেছুর রহমান, পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর জিয়াউল হক জিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে তারা বলেন, বৃহস্পতিবার দুুপুরে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইছাহাক আলী সরকারের ওপর হামলায় জড়িতদের দ্রæত গ্রেফতারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় তারা আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। গত ৯ মার্চ দুপুরে শহরের মহারাজা রোডে মেডিকেয়ার ক্লিনিকের সামনে কতিপয় সন্ত্রাসী বিএনপি নেতা মোঃ ইছাহাক আলী সরকারের ওপর অতর্কিতে হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।