বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের ২০ কি. মি. যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন এ সড়ক দিয়ে চলাচলকারীরা। সেতুর টোল প্লাজায় নতুন মেশিনে টোল আদায়ে বিঘ্ন ঘটায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম দুপুর ২টায় বলেন, সেতুর টোল প্লাজার ত্রুটির কারণে আজ সোমবার সকাল ৬টা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কি.মি. মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলে তিনি জানান। তবে বর্তমানে যানবাহন ধীর গতিতে চলাচল করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।