Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ২ ‘জেএমবি’ গ্রেফতার

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১:৩২ পিএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত দুই ‘জেএমবি’ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-শফিকুল ইসলাম (৩০) ও জিয়াউল করিম সুজন (৩২)।গতরাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শফিকুলের বাড়ি পাবনা শহরের রাধানগর মক্তবপাড়ায় এবং জিয়াউলের বাড়ি নারায়ণপুর এলাকায়। পুলিশের দাবি-গ্রেপ্তারকৃত দুজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত দুই জেএমবি সদস্য পাবনায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে পাবনা শহর, ঈশ্বরদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাবনা শহরের রাধানগর মক্তবপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পাবনা সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় ৩টি মামলা রয়েছে। এ ছাড়া ঝিনাইদহ ও শরীয়তপুর থানার কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন তারা। এ ঘটনায় মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ