Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ৯:৫৭ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের ব্রহ্মপুত্র নদীর উপর আলতাফ গোলন্দাজ সেতুর নিকটস্থ মো. আবুল মুনসুর খোকার বাড়ীতে ৪টি বসত ঘর সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে প্রায় ৫লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার (১২মার্চ) রাত ১২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডে মো. আবুল মুনসুর খোকার দুটি বসত ঘর, মো. রফিকুল ইসলাম একটি ঘর ও মো. কামাল মিয়ার ১টিসহ মোট ৪টি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গফরগাঁও ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মোঃ আবুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে রাতেই আগুন নিভানোর চেষ্টা করি। রোববার রাত ১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

মো. আবুল মুনসুর খোকার ছেলে মো. সোহেল মিয়া জানান, অগ্নিকাণ্ডে আমাদের বাড়িতে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ জানা জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ