Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বরখাস্ত হলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মান্নান

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আবারও বরখাস্ত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। পুলিশের দায়ের করা দুটি বিস্ফোরক মামলার চার্জশীট আদালতে দাখিলের পর দ্বিতীয়বারের মতো তিনি বরখাস্ত হয়েছেন। গত বছরের ১৬ ফেব্রæয়ারি তার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আজহারুল ইসলাম মান্নান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা-২ শাখার ৮ মার্চের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ কারণে উপজেলা পরিষদ আইন অনুযায়ী তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে মান্নান গত বছর সাময়িক বরখাস্ত হওয়ার পর মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন। পরে মন্ত্রণালয়ের সেই আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন উচ্চাদালতের একটি বেঞ্চ। পুণরায় বরখাস্ত হওয়া উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান জানান, ক্ষমতাসীন দলের সমর্থকেরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে দায়িত্ব পালন করা থেকে দূরে সরিয়ে রাখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ