রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কক্সবাজার অফিস : পেকুয়ায় ক্যান্সার আক্রান্ত আ.লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। গত শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত ফরিদুল আলমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভায় অসুস্থ ওই নেতার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় তিনি ক্যান্সার আক্রান্ত আ.লীগ নেতা ফরিদুল আলমের চিকিৎসায় ব্যয়ের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান তার স্ত্রীর হাতে তুলে দেন। পরে আ’লীগ নেতা ফরিদুল আলমের উন্নত চিকিৎসার জন্য করণীয় নিয়ে পেকুয়া উপজেলা আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ চৌধুরী বিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, সদস্য জিয়া উদ্দীন, এসএম গিয়স উদ্দীন, জিএম কাশেম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দীন বাহাদুরসহ দলীয় সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।