রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ডের ব্যস্ততম চার মাথা এলাকায় ইচ্ছাকৃত যানজটে নাকাল এলাকার সাধারণ মানুষ। উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা একটি উল্লেখযোগ্য। বগুড়া- নওগাঁ মহাসডকের পার্শ্বে এই দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের দক্ষিণে সড়কটি উপজেলার প্রবেশপথ। আর উত্তরের সড়কটি সরকারি হাসপাতাল হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদরে গিয়ে মিলেছে। এই সড়ক দুইটির পার্শ্ব দিয়েই বিভিন্ন মার্কেট, ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। জন গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি পার্কিংয়ের নেই কোনো ব্যবস্থা। রিকশা, ভ্যান, স্কুটার, ভটভটি যত্রতত্রভাবে দাঁড়িয়ে থাকে এবং যাত্রী উঠানামা করে। ফলে দিনের বেশির ভাগ সময় এই সড়কে যানজট সৃষ্টি হয়। এতে বিভিন্ন যাত্রীর পাশাপাশি এলাকার সাধারণ মানুষ চলাচলের চরম বিঘœ ঘটছে। এক্ষেত্রে স্কুল, কলেজগামী ছাত্রছাত্রীদের বিড়ম্বনাও কম নয়। বিভিন্ন সময় দুপচাঁচিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জনগুরুত্বপূর্ণ সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনের বিষয়ে আলোচনা হলেও বাস্তবে তার কোনো কার্যকারিতা চোখে পড়েনি। এব্যাপারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও শাহেদ পারভেজের সাথে যোগাযোগ করলে তিনি “দৈনিক ইনকিলাব”-কে জানান, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সবধরনের গাড়ি পার্কিং নিষিদ্ধ করাসহ নীতিমালা তৈরির সিদ্ধান্ত একাধিকবার গ্রহণ করা হয়েছে। কিন্তু এই বাসস্ট্যান্ড এলাকার চারপার্শ্বে কোথাও গাড়ি পার্কিং করার মতো খোলা কোনো জায়গা না থাকায় নীতিমালাগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এছাড়াও এলাকাটি পৌর এলাকার অন্তর্গত। এব্যাপারে পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন। পৌর মেয়র মো. বেলাল হোসেন জানান, পৌর এলাকা নাগরিকদের সুবিধার্থে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার যানজটমুক্ত করতে বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ডের চৌ-মাথায় গোল চত্বরসহ ৪ লেনের ডিভাইডার সড়ক নির্মাণের পদক্ষেপ নিয়েছেন। যার প্রায় শতভাগ কাজ ব্যস্তবায়নের পথে। অবিলম্বে সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে যত্রতত্রভাবে দাঁড়ানো ভ্যান, ভটভটি, স্কুটার, সিএনজি, অপসারণের পদক্ষেপ গ্রহণ করে এ এলাকাকে যানজটমুক্ত করা হবে। এদিকে প্রতিদিনের দুর্ভোগের শিকার এলাকাবাসী এই বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে দ্রæত কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।