Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের ভেতর বিদ্যুতের খুঁটি!

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জে ঘরের ভেতর উচ্চ ক্ষমতাসম্পন্ন তারবাহী বিদ্যুতের খুঁটি থাকায় প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটছে পারিবারের। ঘরের ভেতরে বিদ্যুতের খুঁটি থাকার কারণে প্রায় ১০ বছর ধরে পরিবারটি বিদ্যুৎতাড়িত হওয়ার শঙ্কায় দিন গুনছে। ঘরের ভেতর থেকে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করলেও বিদ্যুৎ কর্তৃপক্ষ তা আমলে আনছেন না অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটি ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা কাঠ মিস্ত্রি নইম উদ্দিন। মাইজবাগ বাজারের কাছেই ছাতিয়ানতলা গ্রামটিতে পৈতৃক সূত্রে প্রাপ্ত পাঁচ শতক জমিতে পরিবার নিয়ে বসবাস করেন। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ের স্বামী মারা যাওয়ায় সন্তানদের নিয়ে তাদের সাথেই বসবাস করেন। প্রায় দশ বছর ধরে তাদের ঘরের মধ্যে বিদ্যুতের খুঁটি নিয়ে বসবাস করছেন। আগে টিনের চালা ঘর থাকায় সেই ঘরের বারান্দায় ছিলো পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন তারবাহী সরবরাহ লাইনের খুঁটি। তাদের আর কোনো জমি না থাকায় এখন পাকা ঘরের ভেতরেই পল্লী বিদ্যুতের খুঁটি রেখে ঘর করেছেন। নইম উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন জানান, ঘরের ভেতর থেকে বিদ্যুতের খুঁটিটি সরানোর অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। বাড়ি করার মতো অন্য কোন জায়গা জমি না থাকায় বাধ্য হয়ে ঘরের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখে ঘর করেছেন। ঘরের এক পাশে বিদ্যুতের খুঁটি থাকায় একটি কক্ষ করতে পারছেন না। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুতের অফিসে ধরনা দিয়েও এই খুঁটি সরাতে ব্যর্থ হয়। নইম উদ্দিনের মেয়ে পারভীন আক্তার বলেন, ঘরের টিনের চালের ওপর দিয়ে বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সংযোগ গেছে। ঘরের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটি থাকায় তারা সব সময় আতঙ্কে থাকেন। যে কোনো সময় দুর্ঘটনায় ঘটতে পারে। এই অবস্থায় ঘরের ভেতর থেকে খুঁটি সরানোর দাবি জানান তিনি। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ঈশ^রগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. গোলজার হোসেন বলেন, বিষয়টি তাদের জানা নেই। লিখিতভাবে আবেদন করা হলে খুঁটিটি সরানোর ব্যবস্থা করে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ