Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন মাতানো শেকৃবির সাংস্কৃতিক সপ্তাহ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ভিন্নধর্মী সব আয়োজন নিয়ে মঞ্চে উঠেছিল শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষার্থীরা। নাচ, গান, বিতর্ক, আবৃত্তি, কৌতুক, নাটক, ফ্যাশন শো, কোরিওগ্রাফি, ম্যাজিক শো ও ডকুমেন্টারি। “মর্মে সংস্কৃতি, চেতানায় প্রগতি” এই ¯েøাগানকে সামনে নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক জোট, শেকৃবি এই ব্যানারে ২৩ ফেব্রæয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্যাচ তাদের পারফরম্যান্স করে। ২৩ ফেব্রæয়ারি বিকেল সাড়ে তিনটায় র‌্যালির উদ্বোধন করেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী। বেলুন, ফেস্টুন, ব্যানারে সজ্জিত র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সেকেন্দার আলী বলেন, সংস্কৃতিহীনতার কারণে বিভিন্ন দেশে হানাহানি হচ্ছে। সাংস্কৃতিক বিকাশ থাকলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। উন্নতির জন্য অর্থনীতিই সব নয়, মানসিক খোরাকে দরিদ্রতা থাকলে প্রকৃত উন্নয়ন ঘটে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উদ্যোগে এ সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক মোঃ আরিফ হোসেন বলেন, খুব কম সময়ের প্রস্তুতি নিয়ে প্রথমবারের মত বড় একটি অনুষ্ঠান করতে পেরেছি। বিশ^বিদ্যালয় প্রশাসন অনেক সহযোগিতা করেছেন।
ষ আবু তালহা সজীব



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ