Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসয়ী আটক

ফুলবাড়ি(দিনাজপুর) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ৪:৩০ পিএম

ফুলবাড়ি(দিনাজপুর) জেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়িতে গত শনিবার রাত ১২টায় পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল ফেন্সিডিলসহ বুলবুল(২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ি থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী বুলবুল(২৮) হলেন,উপজেলার রামচন্দ্রপুর শিয়ালি ডাঙ্গা গ্রামের জাহেরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানাযায়,পুলিশের মাদক বিরোধী অভিযানে,এসআই আক্কেল আলী ও সঙ্গীয় ফোর্স টহল দেয়ার সময় সিএনবি ডাকবাংলা গেট থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বুলবুল (২৮)কে ১২ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করেন।
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: নাসিম হাবিব জানান, তার বিরুদ্ধে মাদক ব্যবসার অনেক অভিযোগ থাকায়,দীর্ঘদিন পুলিশ তাকে নজরে নিয়ে গত শনিবার রাতে ১২বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে ধৃত আসামীর বিরুদ্ধে অবৈধ মাদক বহনের দায়ে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ