Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভালুকায় গোডাউনে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মাল ভস্মীভূত

ময়মনসিংহ অফিস | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ২:০৬ পিএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের ভালুকায় রায় মার্কেটের একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মাল ভস্মীভূত হয়েছে।

আজ রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, ভোর ৪টার দিকে রায় মার্কেটের বাজার রোডের দোতলায় ‘হীরা সুজ’ নামে একটি দোকানের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে এ মার্কেটের অন্য কোনো দোকানে আগুন লাগেনি।

দোকানের স্বত্বাধিকারী হীরা লাল জানান, তার প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ভালুকা ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রেজাউল করিম জানান, আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ