Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগমারা-পবায় জেএমবি-হিযবুত তাহরীর তিন সদস্য আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ২:০৫ পিএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্য ও বাগমারা থেকে জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত এক সদস্যকে আটক করেছে পুলিশ।

গতরাত সন্ধ্যার পর থেকে আজ রোববার ভোর পর্যন্ত পৃথকভাবে অভিযান চালিয়ে বাগমারা ও পবা থেকে তাদের আটক করা হয়।

আটক জেএমবি সদস্যের নাম আবদুর রাজ্জাক (৩৮)। তাকে বাগমারা উপজেলার ঝিকড়া গ্রাম থেকে আটক করা হয়েছে। তিনি ঝিকড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, আব্দুর রাজ্জাক জেএমবির তালিকাভুক্ত সদস্য। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।

রাজশাহীর পবা থেকে আটক হিযবুত তাহরীর সদস্যরা হলেন- পবার নওহাটা নতুনপাড়া এলাকার শফিকুল ইসলাম খাঁনের ছেলে আরিফুল ইসলাম সদয় (২৩) ও পবার নওহাটা শাহপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মানসুর রহমান (২৫)।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার বলেন, তাদের বিরুদ্ধে রাজধানী ঢাকার পল্টন থানায় নাশকতার মামলা রয়েছে।

এর আগে ২০১৩ সালে তারা ঢাকায় আটক হয়েছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে তারা আবার এ নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্থানীয়দের সংগঠিত করছিলেন। এছাড়া সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলো বলে তাদের আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে বলেও জানান ওসি পরিমল কুমার।

আজ রোববার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ